প্রকাশের সময় 24/12/2024
নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি এম সুমন মুন্সীর উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী।
এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে এ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।
এসময় উপস্থিত ছিলেন,
ইঞ্জিনিয়ার আবু সাঈদ সাদেক, সাদেকুর রহমান নোপেল, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মোর্শেদা আক্তার নিপা, বিশিষ্ট ব্যবসায়ী অরুন মিয়া, গোলাপ মেম্বার, আবুল কালাম মাষ্টার, সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।