প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ১২:০২ পি.এম
বাংলাদেশ পুলিশ ইনভেন্টরি ও ই-কিট ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে পুলিশের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ও ই-কিট ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মিনি কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ পুলিশ ইনভেন্টরি ও ই-কিট ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে Cisco video conferencing system -এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয়ের সভাপতিত্বে ভার্চুয়ালি দুর্গাপূজার - ডি ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজিপি মহোদয় শারদীয় দূর্গাপূজায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হওয়ায় সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ভার্চুয়ালি পুলিশের বিভিন্ন ইউনিট এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সভায় যুক্ত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।