প্রকাশের সময় 28/12/2024
এস এস সমীর: দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভার থানা সংলগ্ন বংশী নদীর তীরে ‘নীলা-বর্ষা রিভারকুইন পার্ক’-এ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন বাচসাস সদস্য ও সংস্কৃতি অঙ্গণের শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে আকর্ষণ ছিল ডায়মন্ড বাজারের ডায়মন্ডের আংটি ও চায়না ওয়ার্ল্ড-এর আকর্ষণীয় সানগ্লাস ও হাতের ব্রেসলেটের স্পন্সরকৃত র্যাফেল ড্রে, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির শুভেচ্ছাদূত বর্ষা চৌধুরী, যিনি এই আয়োজনে ভূমিকা রাখেন। এসময় বর্ষা চৌধুরী বলেন, ‘বাচসাস পরিবারের মিলনমেলায় অংশ হতে পেরে ভালো লাগছে। ডায়মন্ড বাজার ও চায়না ওয়ার্ল্ড-এর শুভেচ্ছাদূত আমি। আমার নাম বললে অর্ধেক দামে এর পণ্য কেনা যাবে।’ বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। এতে গান পরিবেশন করেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা, শাহনাজ রহমান স্বীকৃতি, অন্তর শোবিজের চেয়ারম্যান ও সংগীতশিল্পী স্বপন চৌধুরী, দেশ খান প্রমুখ। তাদের সুরের ঝঙ্কার মেতে উঠেন বাচসাস সদস্য ও হাজারো অতিথি। পরিবার দিবসের আহ্বায়ক ছিলেন লিটন রহমান ও সদস্য সচিব দুলাল খান।