স্টাফ রিপোর্টার আওয়ামীলীগের স্বৈরাচারীতা শেষ না হতেই, বিএনপির স্বৈরাচারীতা শুরু হয়ে গেছে। এনিয়ে হতিয়া উপজেলা বাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মতপ্রকাশে তারিই ঈঙ্গিত দিচ্ছে। হাতিয়াবাসী তো এগুলা চাইনি বা আশাও করেনি কেউ। অনুসন্ধানে জানা যায়,সোনাদিয়া ইউনিয়নের বাজার, ঘাট, সরকারি জায়গা দখল, চাঁদাবাজি,ত্রাণসহ সকল ক্ষেত্রে বিএনপি নেতাদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ইসোনাদিয়া ইউনিয়নের প্রতিটি খাল, নাল, বাজার থেকে শুরু করে ঘাটসহ সকল ক্ষেত্রে বিএনপি নেতা ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মহি উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী নেতৃত্বে দখলদারিত্ব চলছে অভিযোগ সাধারণ মানুষের। প্রতিনিয়ত তারা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি করে চলছে প্রতিনিয়ত। স্থানীয় বিএনপির নেতা অভিযোগ করে বলেন, মহিউদ্দিন আওয়ামীলীগের সাথে আতাত সম্পর্ক গড়ে তুলে চরচেঙ্গা বাজারের ইজারার কাগজ নিয়ে নিয়েছে। বর্তমানে প্রায় ৪০ জন দস্যু তাদের অধীনে কাজ করে। সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা ঘাটের বর্তমান ইজারা নিয়েছেন রফিক। কিন্তু তারা তাকে সুবিধা না দিয়ে জোর জবরদস্তি করে এই ঘাট এখন তাদের দখলে নিয়ে নিয়েছে। প্রতিনিয়ত এই ঘাটে চলছে ঘাট বাণিজ্য। টিসিবি থেকে শুরু করে বিজিএফ, জেলে কার্ডের চাল সব কিছুতে ওনাদের কথার বাহিরে হলে চলে দমন পীড়ন হুমকি। বিজিএফ এর চাল মহিউদ্দিন আর আওয়ামীলীগ সমন্বয় করে বিতরণ করেছে সোনাদিয়া চৌরাস্তা বাজার। সাধারণ মানুষের অভিযোগ নিয়মনীতির তোয়াক্কা না করেই সবিই চলছে তাদের ইশারায়। জনমনে ক্ষোভ প্রকাশ আওয়ামীলীগের স্বৈরাচারীতা শেষ না হতেই, বিএনপির স্বৈরাচারীতা শুরু হয়ে গেছে। এনিয়ে হতিয়া এবিষয়ে হাতিয়া উপজেলা বাসী আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে কঠোর হস্তক্ষে দাবি করেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।