বিএনপির সাবেক মহাসচিব, প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ফরিদপুর বিভাগের নেত্রী শামা ওবায়েদ রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে ভাঙ্গা কোর্টপাড়ের বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বিশেষ এক আলোচনা শেষে একটি মিছিল বের করেন। এরপর ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য, সচিব সজিব মাতুব্বরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আরিফ মুন্সী, যুবদল নেতা রিভেন্স খাঁন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, আশিক মোল্লা, যুবদল নেতা রবিউল ইসলাম, হাদিউজ্জামান রাজু, সুমন মুন্সি, শ্রমিকদল নেতা ইলিয়াছ, মিরণ, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, সৈয়দ মেহেদী, ইমরান মুন্সি, নিসান মোল্লা, সাকিবুল ইসলাম সুমন, রিপন খাঁন, আবিদ শিকদার, রাজিব, আরাফাত, রবিউল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া (৫০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই সংঘর্ষ এবং পরবর্তীতে মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা। অনতিবিলম্বে, মিথ্যা মামলা প্রত্যাহারসহ শামা ওবায়েদের দলীয় পদ বহাল করার জোর দাবি জানানো হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।