সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামপুর গ্রামের এক দিনমুজুরের কলেজ পড়ূয়া ছাত্রীকে বখাটে বিবাহিত জয়কুল মিয়া কর্তৃক উত্যেক্ত করার সময় ছাত্রীর গর্ভবর্তী মা প্রতিবাদ করলে বখাটের লাথির আঘাতে গর্ভের ৫ মাসের দুই যমজ সন্তান মারা যাওয়ার ঘটনায় বখাটে জয়কুল ইসলাম ও তার পিতা দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে ফাসিঁর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় লাঞ্চিত ছাত্রীর পরিবারের আয়োজনে ইসলামপুর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,ইসলামপুর গ্রামের মোঃ এমদাদুল হক,শামসুন্নাহার বেগম,সাবেক ইউপি সদস্য আফজাল উদ্দিন কাজল,জহির হোসেন মোঃ আবুল কালাম,সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন ইসলামপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে বখাটে বিবাহিত জয়কুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কলেজ ছাত্রীকে সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় নানীর বাসায় পাঠানো হয় এবং সে শহরের বুলচান্দ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি করানো হয়। কিন্তু তারপরে ও এই বখাটে গত ১৯/০৭/২০২৪ইং তারিখে শিক্ষার্থী তার গ্রামের বাড়ি ইসমলামপুরে বেড়াতে যায় এবং রাতে প্রশ্রাব করতে বের হলে বখাটে জয়কুল ইসলাম মেয়েটিকে টেনেহেচড়ে নেওয়ার চেষ্টাকালে তার চিৎকারে ও ৫ মাসের অন্তসত্বা গর্ভবর্তী মা ও তার পিতা বের হয়ে প্রতিবাদ করলে বখাটে জয়কুল ইসলাম শিক্ষার্থীর মায়ের পেঠে লাথি মারলে ঐ মহিলার রক্তখনন শুরু হয়। পরেরদিন ২০/০৭/২০২৪ইং তারিখে সকালে এই গর্ভবর্তী মহিলাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করার পর ডাক্তারের চিকিৎসা চলাকালীন সময় চেকাপে ধরা পরে গর্ভে দুই যমজ সন্তান মারা গেছে। বখাটে জয়কুল ইসলামকে দ্রæত গ্রেপ্তার করে ফাসিঁ দেয়ার জন্য সরকার ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবী জানান। উল্লেখ্য বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের দ্বীন ইসলামের বিবাহিত বখাটে ছেলে জয়কুল ইসমলাম একই গ্রামের এক দিনমুজুরের কলেজ পড়ূয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যেক্ত করে আসছিল। এই ঘটনার জেরে শিক্ষার্থীর পিতা ইসলামপুর গ্রামের নিরীহ দিনমুজুরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রানে হত্যার হুমকি দিয়ে আসছিল দ্বীন ইসলাম ও তার ছেলে জয়কুল ইসলাম । এই ঘটনায় উভয়পক্ষকে নিয়ে এলাকায় সালিশ বৈঠক হলেও বখাটে জয়কুল ও তার পিতা বিষয়টি নিস্পত্তির জন্য কোন উদ্যোগ নেয়নি। এই ঘটনায় কলেজ ছাত্রীর মা শামসুন্নাহার বাদি হয়ে গত ২০২৪ সালের ৩ আগষ্ট ইসলামপুর গ্রামের দ্বীন ইসলাম,তার স্ত্রী রুজিনা বেগম ও তার ছেলে বখাটে জয়কুল ইসলামকে আসামী করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বিশ্বম্ভরপুর জোনে ৩১৫/৩১৬/৫০৬(২) ও ৩৪ পেনাল কোডে মামলাটি দায়ের করেন। যার সি আর মামলা নং-১৯৬/২০২৪ইং। মামলা দায়েরের প্রায় চারমাসেও পুলিশ এখন পর্যন্ত বখাটে জয়কুল ইসলাম ও তার পিতা দ্বীন ইসলামকে গ্রেপ্তার না করায় শংঙ্কায় দিন কাটাচ্ছেন কলেজ ছাত্রীর পরিবার। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান,ইম যেহেতু নতুন যোগদান করেছি বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।