প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৮:৫৬ পি.এম
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে সমাপনীদিনে ২১ জন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে সুনামগঞ্জে সমাপনীদিনে চিত্রাংঙ্গণ,পথ শিশু এবং শ্রমজীবি শতাধিক শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড ভিশনের সুনামগঞ্জ অঞ্চলের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ,ইসলামিক রিলিভ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল হামিদ,সাংবাদিক এড. খলিল রহমান,গানের প্রশিক্ষক সাংবাদিক শাহাব উদ্দিন আহমেদ,সাংবাদিক বুরহান উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,সংস্কৃতির রাজধানী খ্যাত এই হাওরের জেলা সুনামগঞ্জ। এই জেলায় হাছনরাজা,রাধারমণ,বাউলি সম্রাট শাহ আব্দুল করিম ও দূর্বিণশাহ”র মতো অনেক ক্ষণজন্মা শিল্পীরা জন্মাগ্রহন করেছেন বলেই তাদের অসংখ্য গান বর্হিবিশ্বে সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছেন। তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ তাই বর্তমান প্রজন্মের শিশুরা তাদের লেখাপড়ার পাশাপাশি সুনামগঞ্জের ক্ষণজন্মা শিল্পীদের গানগুলো সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে বর্হিবিশে^ সুনামগঞ্জের সুনামকে আরো বেশী করে সমৃদ্ধ করতে তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান। গত ২৯ সেপ্টেম্বর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ওদের মধ্যে থেকে প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন পথ ও শ্রমজীবি শিশুকে আজকের সমাপণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়াসহ অতিথিবৃন্দরা।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।