প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৩:২০ পি.এম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হৃদয়ের মরদেহ উত্তোলন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাফনের ৩ মাস পর কবর থেকে মো. হৃদয়ের(২৭) লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়না তদদন্তের জন্য নির্বাচহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে (২০ অক্টোবর) দুপুর ২ টায় মিজিমিজি পাইনাদী কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সময় গত ২০ জুলাই সন্ধ্যায় কপালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হৃদয়ের। পরে পর দিন সকালে তাকে দাফন করা হয়েছিল।
নিহত হৃদয় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার দুর্গাপুর গ্রামের মো. ছফেদ আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ১ নম্বর গলির দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পেশায় তিনি একজন থাই গ্লাস মিস্ত্রি।
এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হৃদয় নিহতের ঘটনায় তার মা বাদী হয়ে ১০ জনকে এজাহার নামীয় আসামি করে ৮ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানকে।
নির্বাচহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন বলেন, আদালতের নির্দেশে ময়না তদন্ত জন্য নিহতের লাশ
উত্তোলন করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।