প্রকাশের সময় 23/08/2024
পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে উপজেলার পাটিচরা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের হত্যার বিচার দাবী করেন এবং এই আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এই নতুন বাংলাদেশে কোন দূর্নীতির স্থান হবে না । ঘুষ, দূর্নীতি, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলেন এবং যেখানেই অনিয়ম হবে সেখানেই ছাত্র সমাজ প্রতিবাদ করবে কোন অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে দেশটা আমাদের আমরা এ দেশটাকে ভালো করে গড়ে তুলতে হবে। আর কোন দুর্নীতিবাজদের, এই দেশে ঠাই হবে না। নেতৃবৃন্দ একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন।
কর্মসূচিতে শপথ পাঠ করানো হয়। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মারুফ, মামুনুর রেজা স্বাধীন, ইমার খাঁন, মাসুমুল হক সিয়াম প্রমূখ। এ সময় পাটি আমলায় সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান পার্টিচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, সিনিয়ার সাংবাদিক ফরহাদ হোসেন সহ ছাত্র শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।