কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদ থেকে জুয়েল মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে কাঁচকোল কালিরকুড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
উদ্ধার হওয়া শিশুটি নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরের আলম মিয়ার ছেলে বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গত বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে বৃহষ্পতিবার সকালে ব্রহ্মপুত্রের চিলমারীর কাঁচকোল কালিরকুড়া এলাকা থেকে সকাল ৯টায় জুয়েল মিয়া নামে শিশুর মরদেহ ভেসে উঠে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।