মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ তম স্নাতক সম্মান ব্যাচ ২০১৮-১৯ সেশনের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের হল রুমে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক ও শিক্ষক মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান এর সঞ্চালনায় এবং বর্তমান ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মাকছুদুর রহমান সাহেব, সাবেক বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, জনাব মুহাম্মদ জমির উদ্দিন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত করেল বিদায়ী ছাত্র মোঃ রাশেদুল ইসলাম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন মোঃ আতাউল্লাহ হাবিবী। শিক্ষকরা প্রত্যেকেই বক্তব্য পেশ করেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন তোমরা এমন এক বিষয় নিয়ে অনার্স শেষ করেছ যে বিষয়টি তোমাদের দুনিয়া ও আখেরাতের পথকে সহজ করে দিবে। এবং তোমরা দাঈ হিসেবে দ্বীনের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে।এবং সভাপতির বক্তব্যের আগে বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অতিথিগণদের কে সম্মানতা স্মারণ প্রদান করা হয়। এবং শিক্ষার্থীদেরকে বিদায়ী সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। তারপর সভাপতির বক্তব্যের পরে বিশেষ অতিথি ড. মুহাম্মদ মাকছুদুর রহমান স্যারের দোয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।