প্রকাশের সময় 11/09/2024
ঐতিহাসিক বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফারজানা তাসমিন এর সঞ্চালনায় এবং জনাব মোহাম্মদ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আরো উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান, বিভাগীয় প্রধান উদ্ভিদবিজ্ঞান বিভাগ। প্রফেসর বি এম হাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব মোঃ আব্দুল কুদ্দুছ,বিভাগীয় প্রধান, গণিত বিভাগ। জনাব মোঃ আব্দুল কাদের আলম শাহ, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্যাডমিন্টন (ছাত্র) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং রানার্স আপ হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। ব্যাডমিন্টন (ছাত্রী) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ, রানার্স আপ হয়েছে একাদশ শ্রেণি।