
প্রকাশের সময় 15/04/2025
তিতাস বিধৌত বাংলাদেশের সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া, এই জেলার সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
১৫ এপ্রিল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বিজ্ঞান ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। দক্ষ মানবসম্পদের শক্তিতেই যেকোনো জাতি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম। বিজ্ঞানমনস্ক, আধুনিক এবং ক্রমপরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সাথে সমন্বয় করে এমন একটি শিক্ষাক্রম, পরিকল্পিত পাঠ্যক্রম ও বিজ্ঞান ক্লাব এই কাঙ্ক্ষিত মানবসম্পদ গড়ে তোলার প্রধান স্তম্ভ।
এই বিজ্ঞান ক্লাব উদ্বোধনের ফলে এই কলেজের শিক্ষার্থীরা গবেষণা, আবিস্কার, নতুন কিছু উদ্ভাবন করতে পারবে। সেটা দেশ ও জাতির সুফল বয়ে আনবে। আধুনিক বিশ্বের সাথে সম্বনয় করতে হলে বিজ্ঞান ক্লাব প্রত্যেকটি কলেজে থাকা খুবই প্রয়োজন।
বিজ্ঞান ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতিত্ব করেন প্রফেসর দিলারা আক্তার খান, আহবায়ক বিজ্ঞান ক্লাব ও বিভাগীয় প্রধান উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব এ কে এম ওবায়দুল হক, জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, জনাব মো. আবুল খায়ের ভূঞা, জনাব তাসমিয়া সুলতানা, জনাব মোহাম্মদ কামাল হোসেন, জনাব মনির হোসেন, জনাব মো. আহসান শাহরিয়ার তুহফা, জনাব মেহেদী হাসান, জনাব মারুফ আহমেদ খন্দকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী প্রমুখ।