প্রকাশের সময় 07/10/2024
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ভারতে ইসলাম ধর্ম ও রাসূল সা. কে নিয়ে কটুক্তি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। সোমবার ৭ অক্টোবর দুপুর ১২ টার সময় ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে এসে শেষ হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা, জনাব মোঃ জমির উদ্দিন, মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, কটুক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ইয়াতি নরসিংহানন্দ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ কে অচিরেই বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে করে কেউ ভবিষ্যতে মুসলমানদের স্পন্দন মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি না করতে পারে। এবং সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।