কুষ্টিয়ার ভেড়ামারার ফয়জুল্লাপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
মঙ্গলবার (২৭ আগষ্ট) উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর এলাকায় পদ্মা নদী সংলগ্ন বাঁধ বাঁধ পরিদর্শন করেন কর্মকর্তারা।
এ সময় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আতঙ্কিত হওয়ার কোন কিছু নেই বাঁধের অবস্থা ভালো। রাস্তার পাশে দু-এক জায়গায় বৃষ্টির পানিতে রাস্তার মাটি সরে গিয়েছে, সেই সব জায়গায় তাৎক্ষণিক উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।