কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বাহিরচর ইউনিয়ন শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল রবিবার বিকালে ৯ নেতার স্বাক্ষরিত পদত্যাগ পত্র ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর পাঠানো হয়েছে বলে আমাদের কে জানিয়েছেন পদত্যাগ কারীরা।
পদত্যাগকারীরা হলেন, বাহিরচর ইউনিয়ন জাসদের সহ-সভাপতি আব্দুস সাত্তার, ইকবাল হোসেন শিহাব, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবজোটের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, গনসংযোগ বিষায়ক সম্পাদক এনামুল হক মন্ডল, কোষাধাক্ষ আব্দুস সালাম, কৃষি বিষায়ক সম্পাদক তারিক, স্থানীয় সরকার বিষায়ক সম্পাদক ইসরাত আলী মন্ডল, সদস্য আবুল খায়ের, আকরাম হোসেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।