২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ ১০ই এপ্রিল। এ বছর চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪হাজার ৬শ ২৮জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ২০৫১ ও ছাত্রী সংখ্যা ২৫৭৭ জন। তবে এ বছর পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ও নকলমুক্ত রাখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বদ্ধ পরিকর রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গঠন করা হয়েছে।
জানা গেছে, অন্যান্য বছরের ন্যায় এবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে। তারপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে জানানো হবে, কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। পরীক্ষার হলে কেন্দ্র সচিব কেবল সাধারণ মানের মোবাইল ফোন বেসিক ফোন ব্যবহার করতে পারবেন। এর বাইরে কেউ সচিব ছাড়া তা করতে পারবেন না। এটি কোনো কেন্দ্রে করা হলে কেন্দ্র বাতিল এবং এমপিওভুক্ত শিক্ষক হলে তাদের এমপিও বাতিল করা হবে। তবে এবারের পরীক্ষা নকলমুক্ত রাখতে চাঁদপুর জেলায় পাঁচটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মতলব উত্তর উপজেলায় ৮টি কেন্দ্রে ৪হাজার ৬শ ২৮জন শিক্ষার্থী এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ৩ হাজার ৮শ ৫৬ জন, ভোকেশনাল পরিক্ষার্থী ২টি কেন্দ্রে ১শ ৭৮ জন, দাখিল পরিক্ষার্থী ১টি কেন্দ্রে ৫শ ২১জন।
মতলব উত্তর একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, অন্যান্য বছরের থেকে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দরভাবে নেয়ার চেষ্টা করছে জেলা প্রশাসন। আর পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়ালেখা ফিরে আসবে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমাদের এ উপজেলার পরীক্ষা নকলমুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সুষ্ঠু পরীক্ষার পরিবেশ তৈরি করতে ইউএনও মহোদয় নির্দেশনা রয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, পরীক্ষা সুষ্ঠু হওয়ার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ অসৎ উপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।