প্রকাশের সময় 15/04/2025
লিয়াকত হোসাইন:
চাঁদপুর মতলব উত্তরে বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা কমপ্লেক্স মাঠে ঘনিয়ারপাড় যুব সমাজের আয়োজনে দিনব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার উদযাপন কমিটির সভাপতি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন সভাপতিত্বে, নুরনবী মোল্লা ও ইমন মোল্লার যৌথ সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন থানা অফিসার ইন চার্জ রবিউল হক, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন সমাজ সেবক জাহাঙ্গীর মোল্লা, ফজলুল হক মিলনসহ স্থানীয় প্রশাসন, চিকিৎসক, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বাংলা নববর্ষ এর আগমন বাঙালির সাথে বৈশাখের সম্পর্ক সুদীর্ঘ কালের। বাঙালীর সংস্কৃতি আর বৈশাখ অবিচ্ছেদ্য বিষয়। বৈশাখ মানিই বাঙালির প্রাণের উৎসব। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য। এসময় আমরা পুরনো দিনের গ্লানি ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার প্রেরণা পাই।