প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৩০ পি.এম
মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ

ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নয়াকান্দি, এখলাসপুর অংশে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ট্রলারযোগে পাচারকালে ৫০০ কেজি জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে জব্দ করা জাটকা কোস্টগার্ড মোহনপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার সময় মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ থেকে এসব জাটকা জব্দ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।