মদন উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এম এ সোহাগ ও মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান ইতি আক্তার ইভা।
বুধবার (২৯মে) উপজেলার ৫১টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১,৩১,৭০৩ ভোটের মধ্যে ৪৫% ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ঘোরা প্রতীক নিয়ে উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোঃ ইফতেখারুল খান চৌধুরী আজাদ ১৮,৬৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ আনারস প্রতীক নিয়ে ১০,২৬৯ ভোট পান।
অন্য দিকে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ হারেছ এর কনিষ্ঠ পুত্র এম এ সোহাগ মাইক প্রতীকে ৩২,৫৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে ১৮,০৩১ ভোট পান।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১,৪৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচন হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী হাসনা চৌধুরী প্রজাপতি প্রতীক নিয়ে ১৩,৩১০ ভোট পান।
উপজেলা নির্বাচন (সহকারী রিটার্নিং) অফিসার মোঃ হামিদ ইকবাল জানান, উপজেলার প্রত্যেকটি কেন্দ্রেই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।