দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার কারণে ২ জন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ।
গত ১৫ মে, রোজ বুধবার বিএনপি সিনিয়র-যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা হলেন মদন পৌর কৃষক দলে সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম ও নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য এমএ সোহাগ।
আপনি জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছেন তাই আপনাকে বিএনপি দল থেকে বহিষ্কার করেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি।
বহিষ্কৃত নেতা শেখ বদরুল ইসলাম বলেন, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিনা বিষয়টা আমার জানা নেই।চিঠি ফেলে জানাতে পারবো।
ছাত্রদল নেতা এম এ সোহাগকে মোবাইল ফোনে বারবার কল দেওয়ার পরেও মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা বিএনপির (সভাপতি) নুরুল আলম তালুকদার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন,তারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করে মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় তাদেরকে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কৃত দুই নেতা আগামী ২৯ মে,২০২৪ আসন্ন মদন উপজেলা পরিষদ নির্বাচনে শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ও এম এ সোহাগ মাইক প্রতীকে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।