নেত্রকোনার মদন উপজেলায় তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর গ্রামে কবরস্থানের জায়গা ধানের খের শুকনো করে লাচ দেওয়াকে কেন্দ্র করে দু,পক্ষের সংঘর্ষে টেটা আঘাতে হাসান আলী (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৯মে সকাল ১১ টার দিকে।
এ সময় প্রতিপক্ষের আঘাতে হাসান আলী নামের একজন গুরুতর আহত হয় পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসান আলী মিয়ার কবরস্থানের জায়গা মতি মিয়া ধানের শুকনো কর বা বনের লাচ দিতে চাইলে হাসান আলীর লোকজনে নিষেধ করে, পরে দু ,পক্ষের মাঝে কথার কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় এতে প্রতিপক্ষের আঘাতে হাসান আলী নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়।
এ ঘটনায় মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসান আলী নামের এক ব্যক্তিকে ময়মনসিং চিকিৎসাধীন রয়েছে তবে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।