নেত্রকোনা মদনে গত ১৫ মার্চ রোজ শুক্রবার যাত্রাখালী খালের মাছ ধরা ঘটনা কে কেন্দ্র করে শিশু সজীব(১১) নিহতের ঘটনায় রহস্যজনক ও পরিকল্পিত হত্যা বলে এলাকাবাসী ও জনপ্রতিনিধি জানায়।
১৬ মার্চ রোজ শনিবার সরজমিনে গেলে উপজেলা ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য বকুল মিয়া জানান দু'পক্ষের সংঘর্ষে শিশু সজীব নিহত হয়নি।
শিশু সজীবকে পরিকল্পিতভাবে কাদের মুন্সির তার ভাই নয়াবাড়ির আব্দুর রহিম মুন্সির বাড়িতে ডেকে নিয়েছে তার ছেলে সোলেমান (৩৫) নিজাম (২০)সহ কয়েকজন মিলে তাকে ছুরি দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান এটাই সাধারণ জনগণের প্রত্যাশা।
শিশু সচিবের নানি পেয়ারা আক্তার (৬০) জানায় শুক্রবার জুম্মার নামাজের পর আমার নাতি সজীব বাড়িতে ভাত খাওয়ার জন্য আসে পরে ঝগড়ার কথা শুনে দৌড়াইয়া চলে যায়, কোন সংঘর্ষ হয় নাই, চার থেকে পাঁচ জন লোকে ঝগড়া হয়েছে, শিশু সজীবের গায়ে যে আঘাত রয়েছে তা চুরির আঘাত। আমার নাতির হত্যার ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সাধারণ জনগন ও দুঃখ প্রকাশ করে বলে শিশু সজীবকে যারা হত্যা করেছে পুলিশ প্রশাসন সঠিক তদন্তের সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই সাধারণ জনগণের দাবি।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার এ প্রতিনিধি কে জানান, বিবাদিরা আপনাদের কে দেওয়া তথ্য মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এর পরেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।