নেত্রকোণার মদনে ঘরের উপরে ঝুলে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যতন মিয়া (৪২) নামের একজন মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শিবাশ্রম গ্রামে নিজ ঘরের ছালের উপরে উঠে বাঁশ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত যতন মিয়া মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের মৃত আবু চাঁন মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। বাড়ির পিছনে থাকা বাঁশ ঝাড়ের কিছু বাঁশ টিনের ঘরের ছালে পড়ে ছিল। এ সব বাঁশ বাতাসে নড়াচড়া করলে ঘরের ছালে বিরক্তিকর আওয়াজ হচ্ছিল। তখন তিনি টিনের ঘরের ছালে উঠে বাঁশের আগা গুলো কাটতে থাকলে এক পর্যায়ে ঘরের ছালের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। যতনকে মাটিতে পড়ে যেতে দেখে তার মা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন এসে যতনকে উদ্ধার করে দ্রæত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফিরোজ আলম জানান, শিবাশ্রম গ্রামের যতন মিয়া নামের এক ব্যক্তি আমাদেরকে না জানিয়েই ঘরের উপরে থাকা গাছের কিছু অংশ কাটতে যায়। ওই গাছের কাটা অংশের সাথে লেগে বিদ্যুতের তার ছিড়ে ঘরের চালে পড়ে ঘর বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার জানান, শিবাশ্রম গ্রামের যতন মিয়া নামে এক ব্যক্তি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।