নেত্রকোনা মদনে মাদক মামলার আসামি মাহাবুব ২৫ কে ১০১ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাহবুব মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ আবুল মিয়ার ছেলে।
থানা পুলিশের বিশেষ অভিযানে গত শুক্রবার ২২ মার্চ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাইটাইল বাজারের তিন রাস্তার মোড়ের পলাশের চায়ের দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বের মাদক মামলার আসামি মাহবুবকে আটক করে, পরে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ।
মদন থানার এস আই শাহজাহানের নেতৃত্বে এএসআই আশরাফুল ইসলাম এবং এএসআই জামিল সহ পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে।
মাদক মামলার আসামি মাহবুবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে, মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০১ পিস ইয়াবাসহ মাহবুব নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।