প্রকাশের সময় 18/12/2024
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আঁটি আম্বর পেপার মিল এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল এমএইচ মনির হোসেন। তাঁর অনুপস্থিতিতে ক্রেস্ট গ্ৰহণ করেন মোহাম্মদ তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মারুফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন, মো. আখতার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মো. আশিকুর রহমান তুহিন,
মো. আনন্দ ইসলাম রাফি,
মো. হাসিব সরকার, মো. তানভীর হোসেন, মো. আকিব আহমেদ, নাদিম হোসেন শুভ,
মো. সৌরভ হোসেন, মো. মিনহাজ, মোহাম্মদ শিহাব, মো. আলিফ প্রমুখ।
হাজী কবির হোসেন বলেন, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীন বাংলাদেশ। গৌরব ও অহংকারের মাস ডিসেম্বর আওয়ামী বাহিনীর নির্বিচারে হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ২ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমরা পাই স্বাধীন বাংলাদেশের।