প্রকাশের সময় 13/09/2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বিকেল তিনটায় জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় পুলিশের গুলিতে এক পুলিশ কর্মকর্তার পুত্র ইমাম হাসান তাইম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় তাইমের এক নিকট আত্মীয় বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় যাত্রাবাড়ী থানার এসি ইকবাল হোসেন, ওসি তদন্তসহ পাঁচ পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ২০ জুলাই হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো পুলিশ আসাি দের গ্রেপ্তার না করে নানা তালবাহানা করছে। আসামিদের গ্রেপ্তারের দাবিতে ডিএমপির পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের গত ৪/৫ দিন ধরে ঘুরলো তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তাই আজ বৃহস্পতিবার বাধ্য হয়ে আসামিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তাইমের সহপাঠী ও এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে। এদিকে সড়ক অবরোধের কারণে শত শত যানবাহন মহাসড়কের আটকে পড়লে তীব্র যানজটে ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়কের উভয় পাশে স্থবির হয়ে থাকার কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ এক স্থানে অবস্থান করতে হচ্ছে। অনেকেই জরুরী কাজে বের হয়ে আটকে পড়ে থাকতে বাধ্য হয়েছেন। বিশেষ করে চরম ভোগান্তি পোহাতে হয় শিশু ও নারীদের। এ সময় যানজট কমপক্ষে ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের আশ^াসের ভিত্তিতে শিক্ষাথীরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, আন্দোলনকারীদের বুঝিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।