রাসেল তালুকদার ফটো সাংবাদিক। মাদারীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মাদারীপুর জেলা যুবদলের আয়োজনে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এ সময় মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ,আবদুল আল মামুন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদার,জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সি ইরাদ, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার,জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ বেপারী,সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম তুহিন প্রমুখ এ সময় জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।