প্রকাশের সময় 13/04/2025
মাদারেরচর খাপরাপাড়া অবৈধভাবে নদীতে বাধ দেওয়ার প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিজস্ব প্রতিনিধিঃ এ,কে,এম নুর আলম নয়ন । জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলায় মেরুরচর ইউনিয়নে মাদারেরচর খাপরাপাড়া অবৈধভাবে নদীতে বাধ দেওয়ার মেরুরচর ইউনিয়নের খেওয়ার চর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভা সভাপতিত্ব করেন আলহাজ্ব আস্কর আলী বক্তব্যে বলেন আমাদের বকশীগঞ্জ থানা সাধুর পাড়া ইউনিয়নে উত্তর প্রান্ত ঘেষা এবং বাহাদুরাবাদ ইউনিয়নে পূর্ব দক্ষিণ প্রান্তে অর্থাৎ দেওয়ানগঞ্জ থানাধীন দশানী উপর হইতে জলমহল বালু ও মাটি ভরাট আইন ২০১০ সালের আইনে অমান্য করিয়া বীর দর্পণে আইন অমান্য করিয়া মাটি কাটিতেছে। এইভাবে যদি অবৈধভাবে তারা বালুর উত্তোলন অব্যাহত থাকে তাহলে উক্ত স্থান হইতে প্রায় ১০/১৫ কিলোমিটার ভাটি পর্যন্ত ভয়াবহ ভাঙ্গনের শিকার হইবে যাহাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও আবাদী জমি নদীর গর্ভে চলে যাবে তাই জামালপুর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার সাধুর পাড়া আব্দুল সালাম খান , সাবেক মেম্বার মেরুরচর মোঃ ইসাক আলী, বাংলাদেশ জামাতে ইসলামীর মেরুরচর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মিস্টার, সমাজসেবক মোহাম্মদ আলী সিদ্দিকী, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য সাধুর পাড়া মোঃ মানিক খান, সাবেক মেম্বার মেরুরচর মোঃ সিদ্দিকুর রহমান, সমাজসেবক হেলাল উদ্দিন রুবেল প্রমুখ।