প্রকাশের সময় 16/01/2025
মানবতার টানে অসহায় বয়োবৃদ্ধ এক বিধবা মহিলার পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।
বকশীগঞ্জে প্রতিষ্ঠিত এ সংগঠন দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের অবিরণ বেওয়া পেশায় একজন ভিক্ষুক। বয়সের ভাড়ে হাটাচলা করার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি। এ অবস্থায় দরিদ্র অবিরন বেওয়ার একটি হুইল চেয়ারের প্রয়োজন ছিল কিন্তু আর্থিক সংকটের কারণে হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি। তাই একটি প্লাস্টিকের ভাঙ্গা চেয়ারে ভর করে হাটা চলা করে জীবিকা নির্বাহ করতেন। তার কষ্টের বিষয়টি জানতে পেরে সহায়তায় মহিলার পাশে এগিয়ে আসে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।
১৬ জানুয়ারি সকালে মানবিক সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন অবিরনকে একটি নতুন হুইল চেয়ার, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শীতের পোষাক ও নগদ টাকা দিয়ে সহায়তা করে। এ সময় ফাউন্ডেশনের ৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।