নাম তার মার্শাল কামাল। আরো আট দশ জনের মতো চলনে-বলনে একজন সাধারণ মানুষ তিনি। কিন্তু তার সাধনা এবং মেধাশ্রমে দিন দিন ডেমরাসহ সারাদেশে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হচ্ছেন। তাকে নিয়ে লেখা ছাপাচ্ছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোও। কি এমন রহস্য ডেমরার বাসিন্দা এই মার্শাল কামালকে নিয়ে? আর কেনইবা তাকে নিয়ে এত লেখালেখি হচ্ছে? সব প্রশ্নের উত্তর হচ্ছে- তার গভীর সাধনা। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দীর্ঘ ৩০ বছর যাবত তিনি সাধনা করে যাচ্ছেন। আর যার ফলাফলও বাস্তবে রুপ পাচ্ছে।
মহান সৃষ্টিকর্তা ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে সৃষ্টির সেরা জীব মানুষ। আবার এই মানুষের মধ্যেও রয়েছে একেকজনের একেক বৈশিষ্ট্য। অনেক সাধনার ফলেই তার পছন্দের বান্দাকে তিনি বিশেষ হেকমত দান করেন। তেমনই একজন মার্শাল কামাল। তার আধ্যাত্মিক সাধনা স্থানীয় মহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। কেননা তিনি যেসব ভবিষ্যতবানী করেছেন তার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, যার ফলে মানুষজন তাকে নিয়ে আলোচনায় বসেন।
তবে মার্শাল কামাল কোনো কবিরাজ নন কিংবা ফু-ফাকরা দিয়ে তাবিজও বিক্রি করেন না। তিনি একজন সফল ব্যবসায়ী। মূলত: তার আধ্যাত্মিক সাধনাই তাকে ফিউচারের সমীকরণ মেলাতে সাহায্য করে বলে জানান এই গবেষক। আগামীতে দেশের মানুষের সেবা করে নিজেকে ধন্য করতে চান গবেষক মার্শাল কামাল। তার ইচ্ছে ধর্মীয় নিয়মে থেকেই মানুষের পাশে থাকার। সবার দোয়া চেয়েছেন আধ্যাত্মিক জগতে দীর্ঘ ৩০ বছর সাধনাকারী এই গবেষক।
মার্শাল কামাল বলেন, আমি ভারতের একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকারে বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবারের, অথচ তিনি চারবারের দায়িত্ব পালন করছিলেন তখন। অর্থাত আমি সাধনায় যা পেয়েছি তা বলেছি। তিনি চারবারের হলেও চার দফায় টিকেনি, যার ফলাফল ৫ আগষ্ট। এছাড়া আমি ৭ জানুয়ারির ভোটে হাসিনাকে নিয়ে কোন স্টাডি করি নাই। এর আগেই গবেষণায় দেখেছিলাম তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না।
এমনকি জুলাইতে ডেমরা থানা প্রেসক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম বাবুকে বলেছিলাম, সরকার পতন হবে। আগস্টের এক-দুই তারিখে তিনি বললেন, আপনার ভবিষ্যতবানী মিলে গেল। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়ে গত মে মাসের ২৬ তারিখ বলেছিলাম, তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ৪ জুনের ফলাফল ছিলো হুবহু। এছাড়া গত ফিফা ওয়ার্ল্ডকাপে বলেছিলাম, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।
প্রত্যক্ষদর্শী মো. আরিফ বলেন, ব্যবসায়ী মার্শাল কামালের সাথে আমার অনেক দিনের পরিচয়। তিনি যা বলেছেন তা মিলে যাওয়ার প্রমাণ রয়েছে। এমন ঘটনা একাধিক। এছাড়া স্থানীয় বৃদ্ধা খোদেজা বেগম বলেন, মামুনদের বাড়িতে একটি কুকুরের চর্মরোগ হয়েছিল। মার্শাল কামাল স্বপ্নে দেখেন ওই কুকুরের সমস্যা তার শরীরে। পরে কুকুরটিকে চিকিতসা করে সুস্থ করে দেন। তার মানে হলো, কামালের আধ্যাতিক সাধনা অনেকে উচ্চ লেভেলের। যার কারণে তার স্বপ্নের সাথে বাস্তবতার মিল ঘটে যায়। কামালের জন্য আমাদের দোয়া থাকবে বলেও মন্তব্য করেন খোদেজা বেগম।
উল্লেখ্য, মার্শাল কামালের বিভিন্ন ভবিষ্যতবানী বাস্তবে মিলে যাওয়ায় জাতীয় দৈনিক মুক্ত খবর, জাতীয় দৈনিক গণজাগরণ এবং জাতীয় দৈনিক গণতদন্ত পত্রিকা আগ্রহী হয়ে যথাযথ মূল্যায়ন করে বক্স আকারে কাভারেজ দিয়েছে। এছাড়া দেশি-বিদেশি আরো একাধিক অনলাইন মিডিয়াতেও মার্শাল কামালের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে, যা চলমান। এমনকি তার সংবাদে সাধারণ মানুষের জানার আগ্রহও লক্ষ্য করা গেছে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।