প্রকাশের সময় 15/10/2024
মিঠামইন প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন থানায় করোনাকালীন পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিডিচ্যানেল ফোর এর মিঠামইন উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন গোলাপ অব্যাহতি পেয়েছেন। সোমবার, ১৪ অক্টোবর ঢাকা সাইবার ট্রাইবু্নাল আদালতের বিজ্ঞ বিচারক মামলা থেকে সাংবাদিক মোক্তার হোসেন গোলাপ ও বাবু শেখ কে অব্যাহতি দেন। উল্লেখ্য, করোনাকালীন সময়ে ইতালী প্রবাসী শেখ ইকবাল দেশে ফিরেছেন এই সংবাদ পেয়ে মিঠামইন থানার দুই দারোগা ইকবালের বাড়িতে গিয়ে লাখ চাঁদা দাবী করেন। পরে প্রবাসী ইকবাল এই বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিলে সেটি বিডিচ্যানেল ফোর এ প্রচারিত হয়।অন্যদিকে শেখ ইকবালের আরেকটি ভিডিও বার্তা ফেসবুকে ভাইরাল হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিঠামইন থানার তৎকালীন এস আই নজরুল ইসলাম বাদি হয়ে শেখ ইকবাল ও বাবু শেখকে আসামি করে মিঠামইন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের ও ইকবালকে গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেন। তার দেওয়া স্বীকারোক্তিতে সাংবাদিকের গোলাপের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনে সাংবাদিক গোলাপ কেউ গ্রেফতার করে পুলিশ। পরে মামলাটি ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালত স্থানান্তরিত হয়। মিঠামইন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের প্রচ্ছন্ন ইঙ্গিতে দায়ের করা এই মামলায় সাংবাদিক গোলাপ ৫মাস ৫ দিন কারাভোগ করেন। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই জেল খাটা ও নির্যাতিত সাংবাদিকের পাশে ছিলেন। আদালতে অ্যাডভোকেট কাউসার হোসাইন এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সাংবাদিক গোলাপকে মামলার দায় থেকে মুক্ত করেন।এই মামলার আসামি বাবু শেখ ও মুক্ত হন। প্রধান আসামি ইতালি প্রবাসী ইকবাল ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়াই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে।