প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ৬:২৪ পি.এম
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার মোক্তার পাড়া ল ইয়ার্স প্লাজায় জেলা কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখা এইসব কর্মসূচির আয়োজন করে। সকাল ১১টার সময় স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যলীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ল ইয়ার্স প্লাজায় এসে শেষ হয়।
নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি ভি পি শাহীন উদ্দিন আহমদে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তির সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন উইং কমান্ডার মোহাম্মদ শামছুজ্জোহা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন, সদস্য আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার ও সন্তান সংসদ এর তারেক আহম্মেদ প্রমূখ।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।