
প্রকাশের সময় 22/04/2025
- লিয়াকত হোসাইন:
দেশের দ্বিতীয় বৃহত্তম মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ কেটে ও রাস্তার ওপর ড্রেজার পাইপ বসিয়েছে অসাধু বালি ব্যবসায়ীরা। এ নিয়ে গত রবিবার চাঁদপুরের কয়েকটি স্থানীয় পত্রিকায় “ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন ” এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২২ এপ্রিল) সকলে থেকে বেড়িবাঁধের ৬৪ কিলোমিটার ঘুরে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট করেন উপজেলা প্রশাসন। অভিযানে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে ১৭টি স্থানের ড্রেজারের সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ও মতলব উত্তর থানা পুলিশের একটি টিম।
অভিযান শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ রক্ষা এবং কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।