নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পেছনে জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছাঃ সাখী আক্তার (২৫) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সাখী আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে। সাখীর স্বামী মোঃ রাজন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়। মৃত গৃহবধূর ১৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জের নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে সাখী আক্তারের সাথে পাঁচ বছর আগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ এলাকার রাজন মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সাত-আট মাস আগে রাজন দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্যে গিয়ে কোন কাজ না পেয়ে ফেরৎ আসে। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়। এ নিয়ে সংসারে অমান্তি দেখা দেয়। এরপর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সাখী। মানসিক সমস্যা দেখা দেওয়ার পর বাবার বাড়ি মোহনগঞ্জে থাকতে শুরু করেন সাখী। এদিকে সুনামগঞ্জে একটি কোম্পানিতে কাজ শুরু করেন রাজন। গত শনিবার রাতে শিশু সন্তানের সাথে ঘুমায় সাখী। রাতের কোন এক সময় বাড়ির পেছনে জাম্বুরা গাছে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সাখী।
স'ানীয় ইউপি সদস্য বকুল মিয়া জানান, খবর পেয়ে সকালে গিয়ে লাশ দেখে এসেছি। মেয়েটার (সাখী) শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল কিনা জানি না। পরিবারের লোকজন বলেছে, সাখী বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে রিপোর্টে অন্যকিছু পেলে সেই অনুযায়ী ব্যবস'া নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।