নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বরখাসিয়া বিরামপুর ইউনিয়নের বাবুই গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুলাই বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ভুক্তভোগী স্কুল থেকে বাড়ি ফেরের পর তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন পাশের গ্রামে। নিজ বাড়িতে ভুক্তভোগী খাবার খাওয়ার সময় প্রতিবেশী ধর্ষক উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এসময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী ছাত্রীর দাদী উজ্জ্বলকে দেখে ফেলে।
এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে আমরা অভিযান চালিয়ে শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে ধর্ষক উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।