সোহেল কবির, স্টাফ রিপোর্টার যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়। এসময় র্যালীটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বলাইখা এলাকা দিয়ে সাওঘাটসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক, জেলা বিএনপির সাবেক আহবায়ক নাসির উদ্দিন, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাব পৌর যুবদলের সাবেক সদস্য সচিব কাজী আহাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিম সরকার, যুবদল নেতা সোহেল, সানাউল্লাহ মান্নান সানী, যুবদল নেতা মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম প্রমূূখ। এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক বলেন, সৈরাচারী সরকারের প্রেতাত্বাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিবো। আমাদের নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। যুবদল নেতা আবু মাসুম আওয়ামীলীগ সরকারের আমলের অনেক মামলা হামলার শিকার হয়েছে
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।