প্রকাশের সময় 13/02/2025
কুড়িগ্রামের চিলমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রমনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুর ই এলাহী তুহিন’কে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই রাতে আ,লীগের আরো ২ কর্মীকে গ্রেফতার করে বিশেষ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, জাফিউল ইসলাম (৩২) ওমো: সাগর মিয়া (২৬)।
চিলমারী থানার অফিসার ইনচার্জ মোশাহেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।