প্রকাশের সময় 30/10/2024
মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ রংপুর কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক ও কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. রেহেনা খাতুন। মঙ্গলবার (২৯ অক্টোবর ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ড. রেহেনা খাতুন আইবিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন শেষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্রী ড. রেহেনা খাতুন এর আগে রংপুর সরকারি কলেজে দুই বছর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাত বছর শিক্ষকতা করেছেন। তিনি কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক-এর সহধর্মিণী। প্রফেসর ড. রেহেনা খাতুন ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় খুশি রংপুর অঞ্চলের সচেতন মহল। তাদের চাওয়া উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই কারমাইকেল কলেজটি যেন এবার তার হারানো ঐতিহ্য ফিরে পায়। দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় পড়ে থাকা কলেজটি যেন সবদিক থেকে অবদান রাখতে পারে। জানা যায়, নানা কারণে ৫/৭ বছর থেকে শিক্ষায় পিছিয়ে পড়েছে কলেজটি। একাধিক সূত্র জানায়, কলেজটির পড়াশোনার মান আগের মত নেই। শিক্ষকগণ নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন না। রাজনৈতিক ছত্রছায়ায় চলতে দেখা যায় তাদেরকে। একারণে ঐতিহ্যবাহী এই কলেজটির এমন বেহাল দশা, দাবি সচেতন মহলের। তাদের আশা, এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হওয়ায় এবার হয়তো কলেজটি তার আগের ঐতিহ্য ফিরে পাবে। এদিকে প্রফেসর ড. রেহেনা খাতুন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, রংপুর আঞ্চলিক কমিটির মনিরুল হক প্রধান, মাহবুবুল হক প্রিন্স, তরিকুল ইসলামও রুহুল আমিন। আরো শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির কারমাইকেল কলেজ শাখার সভাপতি জনাব মোঃ মেহেদী হাসান, কারমাইকেল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৌধ, তাজুল ইসলাম লিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাবুখাঁর সমন্বয়ক মোঃ নুরুজ্জামান, বিএনসিসি এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের রেজাউর রহমান রেজা, সাংবাদিক গোলাম কিবরিয়া বিলু, সাংবাদিক শাহআলম, চ্যানেল আই রংপুরের বার্তা প্রধান, সাংবাদিক মেরিনা লাভলী প্রমূখ।