জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বন্ধু সংঘ পূজা উদযাপন কমিটির আয়োজনে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বন্ধু সংঘের পূজা মণ্ডপে শতাধিক মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বন্ধু সংঘ দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্ত গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন রায়, জীতেন সাহা, গোপাল সাহা, সঞ্জিত সাহা, নিপেন সাহা, খগেন ভৌমিক, জিতেন্দ্র ভৌমিক, মানিক সাহা, লোকনাথ সাহা, মংকু ভৌমিক, অন্তু ভৌমিক প্রমূখ। এসময় বক্তারা বলেন, শারদীয়া দূর্গা পূজায় প্রতি বছরই আমরা সপ্তমীতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা হিন্দু, মুসলিম সহ গ্রামের অসহায় ও গরীব মানুষের মাঝে নতুন বস্ত্র দিয়ে থাকি। এবারও মায়ের কৃপায় প্রায় ১৩০জন মানুষকে আমরা বস্ত্র উপহার দিয়েছি। এতে আমরা অনেক আনন্দিত। সকলে আমাদের জন্য আর্শীবাদ করবেন আমরা যেন এ কার্যক্রম প্রতিবছরই চালিয়ে যেতে পারি।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।