প্রকাশের সময় 26/09/2024
রুপগঞ্জ ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড গুতিয়াব এলাকায় আব্দুল করিম, পিতা: মৃত রহমুদ্দিন এর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আব্দুল করিম জানান, শনিবার ( ২১ সেপ্টেম্বর ) সকালে মৃত ছোবেদ আলীর ছেলে মো: সিরাজ মিয়া (৪৬) ও তার ছেলে মো: ইমন মিয়া (২২) সাং : গুতিযাব, সহ আরো ২-৩ জন আমাদের ক্রয়কৃত বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আমাদের বাড়ির আশেপাশের বাঁশঝাড় ও বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে এবং আমাদের বাড়িটি দখলের উদ্দেশ্য সিমেন্টের খুটি বাসায়। এসময় আমরা খবর পেয়ে বাড়িতে গিয়ে তাদের বাঁধা দেই, তখন তারা আমাদের মারধর করে এবং প্রাননাশ সহ বিভিন্ন হুমকি দেয়।
এ বিষয়ে আব্দুল করিম রুপগঞ্জ থানা সহ রুপগঞ্জ থানাধীন সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তারা কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, রূপগঞ্জ থানাধীন গুতিয়াব মৌজাস্থিত। নিজ প্রজাই সাবেক-১৬৭/১৬৭নং হালে-৮৬৬নং খতিয়ানভূক্ত। দাগ নং-সি.এস ও এস.এ-১০৬২, আর.এস-১৭১৩নং দাগে নাল জমি ১ (ষোল) আনায় ১২৮ শতাংশ হইতে চৌহুদ্দি মোতাবেক উত্তরাংশে ১৮ শতাংশ সম্পত্তির মূল মালিক মোঃ ছোবেদ আলী ও নুর মোহাম্মদ, উভয় পিতা-মৃত ফেলা মিয়া এর কাছ থেকে আমার মাতা মোসাঃ সায়েস্তা বিবি বিগত
২৮/১২/২০০২সন তারিখে রেজিষ্ট্রিকৃত ১৬২১৩নং বিল-এওয়াজ হেবানামা দলিল মূলে মালিক হয়ে ভোগ দখলে থেকে সম্পত্তির মাঝে একটি ঘর উত্তোলন করি ও চারপাশের বাকী জমিতে ফলজগাছ পালা রোপন করে ভোগ দখলে থাকা অবস্থায় আমার মা মৃত্যুবরণ করলে পর আমি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখলে আছি।