মোঃ নওয়াব ভূইয়া (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র রূপগঞ্জের গুতিয়াব আগরপাড়ায় অবস্থিত আদর্শলিপি নিউ মডেল স্কুলে গতকাল সোমবার ২১ অক্টোবর ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। বিভিন্ন দল থেকে ফাইনাল খেলায় দুটি দল গোলাপ একাদশ ( ৭ম,৮ম শ্রেণির শিক্ষার্থী) এবং শাপলা একাদশ ( ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী) ফাইনাল খেলে। প্রতি দলে ৯ জন করে খেলোয়ার থাকে । গোলাপ একাদশ পাঁচ এক গোলে বিজয়ী হয়। । উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ৩ নং ওয়ার্ডের সদস্য মোরশেদ আলম এবং অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল মাহমুদ, শাহিন মিয়া, আলমগীর হোসেন সাগর,সহ অনেকে, খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মানিক মিয়া ও কমিটির সদস্যবৃন্দ । প্রধান শিক্ষক ও কমিটিদের কাছে ছাত্র ছাত্রীরা ইচ্ছা পোষণ করেন প্রতিবছর ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার যেন আয়োজন করা হয়। অতিথিরা বলেন ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে হলে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা দরকার। কারণ খেলাধুলা যেন শরীর ভালো রাখে তেমন মনও ভালো রাখে ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারে। তাই অত্র প্রতিষ্ঠানে প্রতিবছর আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবছর আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।