প্রকাশের সময় 11/02/2025
সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরীফ আহমেদ টুটুলকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে মিছিলটি বের হয়ে গোলাকান্দাইল গোলচত্বর হয়ে ভুলতা এসে শেষ হয়।
এসময় জেলা ছাত্র দলের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।
নারায়ণগঞ্জ জেলা কমিটি দ্রুত ঘোষণা দেয়ায় এবং শরীফ আহমেদ টুটুলকে কমিটিতে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন,তারাবো পৌরসভা ছাত্রদলের মো আশিক ,মো শাকিল, আশরাফুল,
কাঞ্চন পৌরসভা ছাত্রদলের মাসুদ রানা বাবু,
রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের মেহেদী হাসান,রনি হাসান,কামরুল হাসান,মো: নাদিম,মো আল-আমিন,শ্রী-টুটুল চক্রবর্তী,মো মাসুম,তারেক আহাম্মেদ,রুহুল আমিন,মেহেদী হাসান, শিহাব হাসান,
মো ইব্রাহিম,মো মাসুম,
মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের,আলামিন আহাম্মেদ ,
মো সাকিব,
তোলারাম কলেজ শাখা ছাত্রদলের মো আরমান,
গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাইদুল ইসলাম প্রমুখ ।