প্রকাশের সময় 13/02/2025
সোহেল কবির, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌর পার্কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহর সভাপতিত্বে কাঞ্চন পৌর ছাত্রাদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,জুবায়ের রহমান জিকু,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ভূঁইয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতেয় রাব্বি,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়,সাবেক কাঞ্চন পৌর কমিশনার মফিকুল খান,সরকারি মুড়াপাড়া কলেজ শাখার সদস্য জলিলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা বায়েজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী গত চব্বিশ ডিসেম্বর কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত তাকে নির্মম ভাবে হত্যা করে । কয়েক মাস পেরিয়ে গেলোও আসমীদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ । ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে । না হলে আমরা কঠোর অবস্থানে যাবো রাজপথে নেমে আন্দোলন করবো ।