সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।
রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ভুলতা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ আলী আশরাফ মোল্লা
এসময় তিনি বলেন, ‘ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে।
গত কয়েক দিন যাবত আমরা সতর্কতামূলকভাবে সড়ক থেকে সরে যাওয়ার আহবান জানাই। আজকে দুপুর বারোটা থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাইল এলাকায় অবৈধভাবে বসানো ফুটপাত ও স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, শিক্ষার্থ, সাধারণ ও পথচারীরা
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।