প্রকাশের সময় 19/09/2024
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী মুকিমনগর এলাকার ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে ও তার দোকানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র গত ১৮সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় ১৪/১৫জন সদস্যের একদল সন্ত্রাসী চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ব্যবসায়ী আলাউদ্দিনের মালিকানাধীন আকাশ ষ্টোরে ও পরে তার বসত বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা নগদ টাকা, দোকানের মালামাল, বসত বাড়ির আসবাবপত্র, কম্পিউটার, স্বর্ণালঙ্কারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে আকাশ আহম্মেদ(২২) ও সাগর আহম্মেদ(১৮) আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাড়ির লোকজনদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশ করে লাশ গুম করার হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্যবসায়ী আলাউদ্দিন বাদী হয়ে মঙ্গলখালী গ্রামের সিরু মিয়ার ছেলে কবির মিয়া(৫৪), কবির মিয়ার ছেলে আকাশ মিয়া(২৫), মোহাম্মদ আলীর ছেলে মোঃ নাসিম(২৮), গোলজার হোসেনের ছেলে হৃদয় হোসেনকে(২৬) নামীয় ও অজ্ঞাত ৮/১০কে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।