বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ও পদত্যাগের পর দুর্বৃত্তদের নেওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি বিএনপি নেতাকর্মীদের চেষ্টায় ফিরিয়ে পেলো মুক্তিযোদ্ধারা। গতকাল ২৭ আগস্ট মঙ্গলবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় সবার সিদ্ধান্ত মোতাবেক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লার হাতে চাবি হস্তান্তর করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তরের পূর্বক রূপগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুইয়া।
সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলম হোসাইন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর হোসেন রকি, সাংগঠনিক পলাশ ফারুক, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাওন শাকিল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল কুদ্দুসসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ও পদত্যাগেরএকটি কুচক্রী মহল বিএনপি নেতাকর্মীদের দূর্নাম ছড়ানোর জন্য জোরপূর্বক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তালাবদ্ধ করে চাবি ছিনিয়ে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তালাবদ্ধ করার কারণে আমরা মুক্তিযোদ্ধারা এখানে আসতে পারিনি। এ তালাবদ্ধের খবর শুনে রূপগঞ্জ থানা বিএনপির যুবদল ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা দূর্বৃত্তদের কাছ থেকে চাবি সংগ্রহ করে আমার কাছে বুঝিয়ে দেন।।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।