প্রকাশের সময় 23/10/2024
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় অবস্থিত ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ সালেহ আহম্মেদ (৫২) গত ৯ই অক্টোবর মাগরিবের নামাজের পর মৃত্যু বরণ করেন। মৃত্যু অবস্থায় রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির ( তারাব পৌরসভার) আয়োজনে গতকাল ২৩ অক্টোবর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলহাজ্ব হানিফ সাউদ, এম এ হান্নান সবুজ, মোঃ ফরহাদ ভূঁইয়া, মো: মাসুদ চৌধুরী, মো: আমজাদ হোসেন, মো: স্বপন ভূইয়া, মো: জাকির হোসেন,নজরুল ইসলাম, আঞ্জুমান আরা, রোকসানা আক্তার, এম এ মোমেন মিয়া, মো: স্বাধীন রানা সোহেল, মো: মনিরুল হক ভূইয়া মনির , মো: নওয়াব ভূইয়া, সোহেল ভূইয়া, মো: কামরুল ইসলাম, মুনসুর আলী সিকদার, এনামুল হক, আল আমিন, মো : মেহেদী হাসান, মিজানুর রহমান, রাবেয়া আক্তার এবং সালেহ আহম্মেদ এর সহধর্মিণী এবং ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা আহমেদ ডলি, ছেলে ডা. সাদমান সাদ, ছোট ভাই ডা. মোঃ গোলাম মোস্তফা, এম এ মোমন, মো: সুমন, ইন্জিনিয়ার মো: রাজু মিয়া।
উপস্থিত অতিথিরা বলেন,সালেহ আহম্মেদ ছিলেন একজন সংগঠক, ভালো মনের মানুষ এবং আমাদের মনে হয় তিনি আল্লাহর সন্তুষ্টকারী বান্দা ছিলেন যার ফলে ৯ই অক্টোবর মাগরিবের নামাজ পরে একটি জানাজায় অংশগ্রহণ অবস্থায় মৃত্যু বরণ।
পরে মুনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।