নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত, আহত শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগস্ট শনিবার উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাবো এলাকায় এ অনুষ্ঠান হয়। ভুলতা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলি।
সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজী শাহ আলম কনক, সাধারণ সম্পাদক হাজিবর, যুগ্ম আহবায়ক বাদল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিউল আলম রাজু, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর হোসেন নুরু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাদেক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক আলেক চান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মিজান মিয়া, সাধারণ সম্পাদক ইব্রাহিম, রূপগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের ওমর আলী, সাধারণ সম্পাদক শরীফ মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ ফারুক, চনপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সিদ্দিক, সাধারণ সম্পাদক রোবেল।
পরে সকল ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত, আহত শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক সকাল প্রতিদিন
কারিগরী সহায়তায় তাইপুর রহমান তপু।