প্রকাশের সময় 28/10/2024
সোহেল কবির, স্টাফ রিপোর্টার সালিশ বৈঠকে সাক্ষ্য দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি গ্রামের ব্যবসায়ী সহিদুল্লাহ উপর গতকাল ২৮অক্টোবর সকালে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ২৬অক্টোবর শনিবার বাড়িয়াছনি গ্রামের বাদী আমিনুল ইসলামের সঙ্গে ও বিবাদী হাবিবুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিশ বসে। এ সালিশে ব্যবসায়ী সহিদুল্লাহ আমিনুল ইসলামের পক্ষে সাক্ষ্য দেয়। গতকাল ২৮অক্টোবর সোমবার সকালে গ্রাম্য সালিশে সন্ত্রাসীদের বিপক্ষে সাক্ষ্য দেয়ার জের ধরে ২০/২১ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, লোহার রড, এসএস পাইপ, চাপাতি ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সহিদুল্লার উপর এ হামলা চালায়। হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, হাতঘড়ি ও স্বর্ণের চেইন লুটে নেয়। একপর্যায়ে সহিদুল্লার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সহিদুল্লাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সহিদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ব্যাপারে ব্যবসায়ী শহিদুল্লাহর স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে বাড়িয়াছনি গ্রামের নুরে মিয়ার ছেলে হাবিবুর রহমান(৪৫), দ্বীন ইসলামের ছেলে শফিকুল ইসলাম(৩০), ছাউলা মিয়ার ছেলে সোহেল(৩০), দ্বীন ইসলামের ছেলে রফি উদ্দিন(৩০), অনিক মিয়া(২৫), রনি মিয়া(২২), সাহাবুদ্দিনের ছেলে আলম হোসেন(৩৫) ও রমিজ উদ্দিনের ছেলে শামীমকে(৩০) নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।